ছোট ছোট পায়ে হেঁটে
অামি ইস্কুলে যাব বলে
মন্ত্রীকাকু, তুমি অাইন করে বন্ধ করলে
শিশু শ্রমিক
গ্রামে স্কুল নেই
পাকা সড়ক নেই
ঘরে অালো নেই
হাজার প্রতিশ্রুতি ভরা রেশনের দোকানে কেরোসিনও নেই
কিসের যেন উন্নতির জন্য বাবা অাজ ঘরে বসে বেকার
কাল অবধি অামি গালাগালি শুনে,
কাপডিস ধুয়ে
চুরি করে দুখানা পাঁউরুটি বেশি খেয়ে
ঘুমুতে যেতাম,
অাজ তাও নেই
মন্ত্রীকাকু, শিশুরা ভোট দেয় না!
তাই কি অমন সাহস দেখিয়ে অামাদের ভালো করতে চাইলে ?
No comments:
Post a Comment