ই পড়া ছিল, চলচ্চিত্র রূপায়ন বহুদিন থেকেই দেখার ইচ্ছে ছিল, বাধ্য হয়েই কালকে ডাউনলোড
করে দেখতে হল। উপন্যাসটা অবশ্য অনেক বছর অাগে পড়া, সিনেমা দেখতে দেখতে তার কিছু কিছু
মনে অাসছিল। সিনেমাটা খুব একটা ভাল লাগলো না। শংকরের ওইসময়ের উপন্যাসের একটা ধরন
ছিল, উপন্যাস পড়ে মনে হত যেন ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে কেউ কলকাতার দিনরাত্রির একটা
ছবি অাঁকতে চেয়েছে। সময়ের সাথে কলকাতার পালাবদল খুব অাসতে অাসতে নানা ঘটনার মধ্য
দিয়ে অনুভব করেছি। অবশ্যই কোন উপন্যাস থেকে সিনেমা দেখার সময় ওদের তুলনা করা উচিত নয়,
দুটোর উদ্দেশ্য অালাদা। সিনেমাতে অনিন্দ্য করবী, সত্য সুজাতা, এদেরকে বেশি গুরুত্ত্ব দেওয়া
হয়েছে, তবে যথেষ্ট পরিমানে নয়। ফলে সিনমাতে কলকাতার চরিত্র যতটা ফুটতে পারত তা
হয়নি, না হয়েছে সেই সময়ের ব্যস্ত কলকাতায় কি করে দুটি হৃদয় কাছাকাছি অাসত তার
উপাখ্যান। অারো ভালো হতে পারত।
তবে সিনেমা থেকে একটা জিনিস অামার বহুদিন মনে থাকবে, নিত্যহরির (শাজাহান হোটেলের
বালিশ, পর্দা-r caretaker, সাহেবদের কাছে পরিচিত Natahari নামে) একটা কথা:
পাশবালিশ এদেশের মানুষদের সর্বনাশ করেছে। অাপাতদৃষ্টিতে নিছক অামুদে মনে হলেও তলিয়ে
দেখলে অনেক গভীরেও এর প্রাসঙ্গিকতা নজরে পড়ে।
--
-----------------------------------------------------
Debajyoti Bera @ http://dtecht.blogspot.com
beagle / KDE fan
Mandriva / Inspiron-1100 user
No comments:
Post a Comment